আইপিএলের আগে চারদিনের বিশ্রামে বিরাট, রোহিতরা, জানাল বিসিসিআই

0
1

৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল( Ipl)। তার আগে ভারতীয় ক্রিকেটারদের চারদিনের বিশ্রাম দিল ভারতীয় ক্রিকেট বোর্ড( bcci)। রবিবার এমনটাই জানাল বিসিসিআই।

আইপিএলের জন‍্য আগামী ২ এপ্রিল সব ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়তে হবে। কিন্তু এই নিয়ম থেকে ছাড় পাবেন রোহিত শর্মা( rohit sharma), বিরাট কোহলিরা( virat kohli)।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে এক সুত্র জানিয়েছে, “ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হলেই দলের সঙ্গে যুক্ত থাকা ক্রিকেটাররা টিম বাস কিংবা বিশেষ বিমানে আইপিএল দলে যোগ দেবেন। গোটা ব্যাপারটা বোর্ডের প্রধান ডাক্তার দেখবেন। ” তবে বোর্ডের তরফ থেকে এও জানান হয়েছে, যেসব ক্রিকেটার জাতীয় দলে নেই তাঁদের আগামী ২৩ মার্চ নিজ নিজ দলে যোগ দিয়ে সাতদিনের কঠোর নিভৃতবাসে থাকতে হবে।

আরও পড়ুন:এখনই বিরাটের সঙ্গে ওপেনিং জুটি নিয়ে বেশি দূর ভাবতে নারাজ হিটম‍্যান 

Advt