অধিকারী গড়ে কড়া বার্তা দিতে তৃণমূল সুপ্রিমোর সভা

0
1

পশ্চিমবঙ্গে ভোট শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারমধ্যে জোরকদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলগুলি। পায়ে প্লাস্টার এবং হুইলচেয়ারেই দিনের-পর-দিন সভা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না তা মমতা ভালোই বুঝিয়ে দিচ্ছেন। রবিবার অধিকারী ঘরে কড়া বার্তা দিতে রয়েছে মমতার সভা। শনিবারের পর রবিবারও মমতার প্রচার রয়েছে মেদিনীপুরে৷ কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে সভা রয়েছে তাঁর।

আরও পড়ুন : বাংলার সংস্কৃতির সঙ্গে বিজেপির সংস্কৃতি মেলে না, ওরা তৃণমূলের বিকল্পও নয়: কানহাইয়া কুমার

রবিবাসরীয় প্রচারে যখন কাঁথি দক্ষিণ, কাঁথি উত্তর, নন্দকুমারে কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন মমতা, তখন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত থাবেন পূর্ব মেদিনীপুরে৷ ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। বাংলায় প্রথম দফা ভোটের আগে একেবারে জমজমাট রবিবসরীয় প্রচার৷

Advt