আজ বাঁকুড়ায় ফের  জনসভা, যা বললেন মোদি  LIVE 

0
1

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ, শনিবার। তার আগে প্রচারের শেষ রবিবার কাজে লাগাতে ঝাঁপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বাঁকুড়ার সভা থেকে তিনি ফের শাসক দলকে নিশানা করলেন ৷ বাঁকুড়ার তিলাবেদি মাঠের জনসভায় মোদি যা বললেন ।

ফের রবীন্দ্রনাথের গানের লাইন মোদির মুখে।

উত্তরীয়, ছবি, কাঁসার থালা দিয়ে মোদিকে স্বাগত জানানো হয় ৷

আসল পরিবর্তন চাইছি উন্নয়নের জন্য।

বিজেপি ক্ষমতায় এলে মানুষ সম্মান পাবে।

আসল পরিবর্তন আসছে।

তোষণ আর ভোটব্যাঙ্কের রাজনীতি চলছে ৷

বিজেপি এলে মানুষ সম্মান পাবে ৷

নারীদের সুরক্ষা থাকবে ৷

কোনও কিছুতেই বাংলার উন্নয়ন-বিকাশ আটকাবে না।

লাল মাটির জেলায় এসে আমি আপ্লুত।

ভ্রষ্টাচারের খেলা চলবে না ৷

সিন্ডিকেটের খেলা চলবে না ৷

আসল পরিবর্তন বাংলার বিকাশের জন্য ৷

আমরাই আসল পরিবর্তন আনব।

এবার খেলা শেষ হবে,আসল উন্নয়ন হবে ।

ডবল ইঞ্জিনের সরকার হবে।

বাংলার উন্নয়নে কাউকে লাথি মারতে দেবো না।

কেন্দ্রীয় প্রকল্প থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন ৷

আর কেন্দ্রের টাকায় শাসকদলের  নেতারা পকেট ভরছেন ৷

100 কোটির বেশি রাজ্যে দিয়েছি ৷

কিন্তু কোথায় উন্নয়ন?

পানীয় জল কোথায়, নিকাশি ব্যবস্থা কোথায়?

মুখ্যমন্ত্রীর  কাছে কোনও উত্তর নেই ৷

শুধু খেলা হবে খেলা হবে বলছে ৷

আমার মাথায় পা রাখতে পারেন ৷

কিন্তু উন্নয়নে বাধা দেবেন না ৷

ডবল ইঞ্জিন সরকার এলে দেড় কোটির বেশি মানুষ পানীয় জল পাবেন ৷

পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাঁকুড়ায় ৷