কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও মোতায়েন থাকবে ভোট বুথের বাইরে। এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। ২৭ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। সূত্রের খবর, আগামী ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে সব মিলিয়ে ১১ হাজার ৮১৫ জন রাজ্য পুলিশকর্মীও মোতায়েন থাকবেন। যার মধ্যে ৫৪০ জন সশস্ত্র বাহিনীর পুলিশ, ৮ হাজার ৯২৬ জন বিনা অস্ত্রধারী, ১১২ জন ইন্সপেক্টর, ১৪৭০ জন এএসআই এবং ৩৬৭ জন মহিলা পুলিশ থাকবেন।
আরও পড়ুন-জোট ভাঙার বার্তা দিয়ে বাম-আইএসএফের বরাদ্দ আসনে প্রার্থী দিল কংগ্রেস
এর আগে বুথের বাইরে একমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তারপরই তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল দিল্লিতে এ বিষয়ে অভিযোগ জানায়। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ভোটে কারচুপির অভিযোগও তুলেছিলেন শাসকদলের নেতারা। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নেওয়া রাজ্য পুলিশ মোতায়েনের এই নয়া সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।




































































































































