আজ বাঁকুড়ায় ফের প্রধানমন্ত্রীর জনসভা

0
2

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ আগামী ২৭ মার্চ, শনিবার। তার আগে প্রচারের শেষ রবিবার কাজে লাগাতে ঝাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বাঁকুড়ায় সভা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ কেমন ভিড় হয় প্রধানমন্ত্রীর জনসভায় সেদিকেও তাকিয়ে সবাই । রবিবার বাঁকুড়ার সভা থেকে তিনি ফের শাসক দলকে নিশানা করবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ বাঁকুড়ার তিলাবেদি মাঠে দুপুর একটায় জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর ৷রাঢ়ভূমে গেরুয়া শিবিরকে মোদি নতুন কী বার্তা দেন সেদিকে তো নজর থাকবেই।
শনিবারই খড়্গপুরে সভা করে গিয়েছেন মোদি। আজ রবিবার ফের আসছেন তিনি। গত বুধবারই পুরুলিয়ায় সভা ছিল তাঁর। সেই অর্থে ৫ দিনে তৃতীয় সভা রাজ্যে। এর পর ২৪ তারিখেও আসছেন তিনি। সভা হবে কাঁথিতে।
বলা যেতে পারে বঙ্গে প্রথম দফার ভোটের শেষ পর্বে রাজ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন মোদি।
ভোটের বাংলায় দাঁড়িয়ে খড়্গপুরের সভা থেকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘দিলীপ ঘোষের মতো নেতা রয়েছে বিজেপিতে। ভয় হামলা সত্ত্বেও কাজ করেছেন দিলীপ। মাটি কামড়ে পড়ে রয়েছেন দিলীপ ঘোষ।’ মোদির এই বক্তব্য ভোট বঙ্গে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেয় কিনা সেটাই দেখার ।