“বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ-গদ্দাররা জুটেছে তার সঙ্গে”, বিরোধীদের একহাত নিলেন মমতা

0
2

রবিবাসরীয় দুপুরে কাঁথির দক্ষিণ কেন্দ্র থেকে বিরোধীদের তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপি একটা ডাকাত পার্টি, হার্মাদ আর গদ্দাররা জুটেছে তার সঙ্গে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, ” ভোট দিন গাদ্দারদের বিরুদ্ধে মীরজাফরদের বিরুদ্ধে। বহিরাগত গুন্ডাদের ঢুকতে দেবেন না। ভোটের মেশিন খারাপ হলে ধৈর্য ধরে বসে থাকবেন। নিজেরা ভোট দেবেন। ভোট হয়ে যাবার পর পাহারা দিতে হবে সহকর্মীদের। ৩০ থেকে ৩৫ জন ছেলেমেয়ে নিয়মিত পাহারা দেবে যাতে কোনওভাবে ভোট মেশিন দখল করতে না পারে।”

আরও পড়ুন-শিশিরের পালটা তোপ দাগলেন কুণাল

মমতা বলেন, ” বিজেপি এখন হাজার হাজার কোটি টাকার মালিক। সেই টাকা থেকে গুন্ডা পোষে। টাকা দিয়ে ভোট দেবেন না। মেয়েদের ওপর গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড। ”

তৃণমূলনেত্রী আরও বলেন, ” সিপিএম-কংগ্রেস-বিজেপি, জগাই-মাধাই-গদাই। তিনটেকেই বিদায় দিন। জবাব দিতে হবে কেন বাড়ছে গ্যাসের দাম, কেন দাম বাড়ছে পেট্রোলের? বিজেপি ভোট চাইলে জিজ্ঞাসা করুন রেল, কোল, এয়ার ইন্ডিয়া কেন বিক্রি হচ্ছে? পিএম কেয়ার, নোট বন্দির টাকা কোথায় গেল? ”

Advt