• কাঁথি হাসপাতালে ৩০০ বেড করে দেওয়া হয়েছে যেদিন ৫০০ বেড হবে সেদিন ওটা একটা মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে যাবে।
• রাস্তাঘাটের বিপুল উন্নয়ন হয়েছে। আমি করেছি। আর নাম করেছে গদ্দাররা।
• ৬০ বছরে বাংলায় ১৮ হাজার কিলোমিটার রাস্তাঘাট হয়েছে। আমাদের আট বছরে ৯৫ হাজার কিলোমিটার রাস্তাঘাট তৈরি করেছে আমাদের সরকার
• মেয়েরা বাড়ির সব কাজ করে। কিন্তু ওঁদের হাতে টাকা থাকে না। তাই আমাদের সরকার ঠিক করছে প্রতিমাসে তাদের ৫০০ টাকা করে হাতখরচ দেওয়া হবে। তফশিলি জাতি ও উপজাতিরা ১০০০ টাকা করে পাবেন।
• কৃষকের জমিতে খাজনা লাগে না। আমি মকুব করে দিয়েছি। শস্যবিমার টাকাও ওঁদের দিতে হয় না। এখন একর প্রতি কৃষকরা সরকার থেকে ৬০০০ টাকা করে পান। আগামী মে মাস থেকে ১০ হাজার টাকা করে পাবেন।
• কাজু বাদামের জন্য অনেক ক্লাস্টার তৈরি করেছি। আগামী দিনেও আরও হবে
• হলদিয়ায় কেবল ল্যান্ডিং সেন্টার তৈরি হচ্ছে। ২৫ হাজার চাকরি পাবেন স্থানীয়রা
• তাজপুরে বন্দর হচ্ছে। আরও ২৫ হাজার চাকরি হবে
• দিঘা-কাঁথি রেললাইন আমি ন’মাসে তৈরি করেছিলাম। তারপর হাজার হাজার হোটেল তৈরি হয়েছে।
• কোভিড পরিস্থিতিতে মার খাওয়া পর্যটন শিল্পের জন্য আমার সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করেছে সরকার। ৫০ শতাংশ সুদ সরকার দেবে
• সমস্ত স্তরের মানুষকে সামাজিক সুরক্ষায় নিয়ে এসেছি। ৬০ বছর বয়স হলেই পেনশন পাবে। মেয়ের বিয়ে হলে ২৫ হাজার টাকা পাবে। দরখাস্ত করলেই পাবে
• আগামী দিনে ৫ লক্ষ কোটি টাকার স্মল স্কেল ইনভেস্টমেন্ট করব- পাঁচ লক্ষ ছেলেমেয়ের চাকরি দেওয়া হবে
• লকডাউনের সময় যতজন আটকে পড়েছে, তাঁদের হাতখরচ দিয়ে, ট্রেন ভাড়া করে বাড়িতে নিয়ে এসেছি। এমনকি যতদিন না আসতে পেরছেন হোটেলে থাকার খরচও দিয়েছি
• দেউচা পাচামিতে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি করছি। আগামী ১০০ বছর বিদ্যুতের কোনও সমস্যা হবে না। সুলভে বিদ্যুৎ দেব
• দিল্লিতে বিজেপির সরকার, রাবনের সরকার, দানবদের সরকার। গদ্দারদের, মীরজাফরের সরকার। চোরেরা পকেট ভর্তি টাকা নিয়ে চলে গেল বিজেপিতে। দল কিন্তু, বলেনি এসব করতে। বললেন, বিজেপিতে না গেলে আমরাই তাড়িয়ে দিতাম।
• কাঁথিতে আসতে আমাকে অনুমতি নিতে হবে? দিঘায় আসতে আমাকে অনুমতি নিতে হবে? কত বড় নেতা তোমরা? নেতা না ন্যাতা?
• আমি হলদি নদীর ধারে বাড়ি করব
• বলে কি না আমাকে কাঁথিতে আসতে দেবে না। আমি একটু অন্ধভাবে ভালোবাসি। অন্ধভাবে বিশ্বাস করি। এটা আমার স্বভাব। বলতে পারেন আমি একটু গাধা আছি। আমি একটু বোকা আছি। আমি সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি। ঠকে যাই। তবে ঠকেও মজা পাই। কারণ বিশ্বাসঘাতকদর মুখোশ খুলে যায়। আমার মুখোশ খোলে না। কারণ আমার মুখোশ নেই
• আমাকে বিশ্বাস করুন। প্রার্থী যে-ই হোন ভোট টা আমাকে দিন। কারণ সরকার আমি গড়ব
• সার্কিট হাউসে থাকলে ভাড়া দিয়ে থাকি। সাংসদের পেনশন নিই না। নিলে কত কোটি টাকা করে ফেলতাম। করিনি। আমি একা মানুষ আমার টাকার দরকার নেই
• ছোট বেলায় মা শিখিয়েছিলেন, তোমাকে মানুষ করে দিয়েছি এবার তুমি আমার নয়। তুমি সমাজের
• নরেন্দ্র মোদীর মতো এত বড় ডাকাত আর কোথায় আছে। ব্যাঙ্ক, রেল, বিএসএনএল, এয়ারইন্ডিয়া, জীবন বিমার বেসরকারিকরণ নিয়ে তোপ
• ওঁরা সঙ্গে ১৫-২০টা গাড়ি নিয়ে ঘোরেন। সঙ্গে বন্দুকধারী। যেন এখনই কেউ মেরে ফেলবে। আমি চাই ওঁরা অনেকদিন বাঁচুন। আমার এত ভয় নেই। দু’টো গাড়ি নিয়ে ঘুরি।
• বিরিয়ানির প্যাকেটে বা পচা ঘোলে ঘুমের ওষুধ মিশিয়ে ভোট গণনায় বাধা দিতে পারে। গণনাকারীরা ঘুমিয়ে পড়লে ওদের লাভ। তাই এখন থেকেই সাবধান করে দিচ্ছি। ভোটের মেশিন নিয়ে খুব সাবধান
• ভারতবর্ষে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে। আর পশ্চিমবঙ্গে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে। বিধবা ভাতা এখন থেকে ১৮ বছর বয়স থেকেই
• বাংলার ডিএনএ টেস্ট করবে বলেছে। এতবড় সাহস মোদির
• তোমরা আমার পা ভেঙে দিয়েছ। ভেবেছ এক পায়ে কিচ্ছু করতে পারব না। ওই এক পায়েই এমন শট মারব বাংলার বাইরে গিয়ে পড়বে।