শিশিরের পালটা তোপ দাগলেন কুণাল

0
2

শিশিরের বিস্ফোরণের পাল্টা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বললেন, এক নিঃশ্বাসে বলা যায় না অধিকারী পরিবার ক’টি পদ দখল করে ছিল। সব কিছু টানা দু’দশক ভোগ করার পর এখন কেন মনে হচ্ছে দমবন্ধ হয়ে আসছে বা ওরা ঠেলে দিচ্ছে? সিবিআই আর ইডির ভয়ে সব আত্মসমর্পণ করে এখন মুখ লুকনোর জায়গা খুঁজতে যুক্তি খুঁজছে।

শিশির অধিকারীর বয়সকে সম্মান জানিয়ে কুণালের মন্তব্য, ছেলে শুভেন্দু যখন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছে, তখন শিশিরদা কেন ঘরের মধ্যে মুখে কুলুপ এঁটে বসেছিলেন? কেন ছেলের বিরুদ্ধে মুখ খোলেননি? আজ হঠাৎ বিবেক জাগ্রত হল? আজ যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চে উঠছেন, তখনও তিনি তৃণমূলের সাংসদ, যা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। ওদের চোখ দিয়ে নেত্রী মেদিনীপুর দেখতে চেয়েছিলেন। এখন শুনতে হচ্ছে কেন আসেননি? ‘গদ্দার’ কথাটা এদের জন্যই মানানসই।