উত্তরপাড়ায় বিজেপির প্রবীর ঘোষালের গলার কাঁটা নির্দল কৃষ্ণা

0
1

হুগলির (Hoogli) উত্তরপাড়া (Uttorpara) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের (Prabir Ghosal) গলার কাঁটা হয়েই নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণা ভট্টাচার্য (Krisna Bhattacharya)। উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগদানকারী বিধায়ক প্রবীর ঘোষালের নাম যেদিন ঘোষণা হয়েছে, সেদিন থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য-সহ আদি বিজেপি কর্মী-সমর্থকরা।

কৃষ্ণা ভট্টাচার্যের অভিযোগ, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত প্রবীর ঘোষালকে পুরোনো বিজেপির কর্মী-সমর্থক এবং স্থানীয়রা মানছেন না। প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে তৃণমূলের (Tmc) হয়ে দাঁড়ালেও জিততে পারতেন না। সেটা বুঝতে পেরে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। আর তিনি বিজেপিতে যোগ দিয়েছে। কৃষ্ণার অভিযোগ, বিভিন্ন দুর্নীতিতে প্রবীর ঘোষালের নাম জড়িয়েছে। আর সেই তাঁকে বিজেপি উত্তরপাড়ার থেকে প্রার্থী করেছে। দলকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। তাই তিনি নিজে নির্দল হয়ে দাঁড়িয়ে উত্তরপাড়া থেকে মানুষের আশীর্বাদ নিয়ে ভোটে জিতবেন বলে আশাবাদী কৃষ্ণা ভট্টাচার্য।

আরও পড়ুন:“বিজেপি হাজার হাজার কোটি টাকার মালিক, সেই টাকা থেকে গুণ্ডা পোষে”, গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ মমতার

সোমবার, মনোনয়ন জমা দেবেন বলে এদিন জানান কৃষ্ণা ভট্টাচার্য। আর নির্দল হয়ে দাঁড়ালে পুরোনো দিনের বিজেপির কর্মী-সমর্থকরা তাঁর হয়েই লড়াই করবে বলে জানান কৃষ্ণা। উত্তরপাড়া থেকে কৃষ্ণা ভট্টাচার্য নির্দল হয়ে ভোটে লড়ার কথা ঘোষণা করায় প্রবীর ঘোষালের গলায় কাঁটার মতোই বিঁধবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt