চোটের কারণে একদিনের সিরিজে মাঠে নামা হচ্ছে জোফ্রা আর্চারের

0
1

চোটের কারণে ইংল‍্যান্ড( England) দল থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার (jofra archer)। পঞ্চম টি-২০( t-20) ম‍্যাচে কুনুইয়ে চোট পান তিনি। যার ফলে ভারতের ( india)বিরুদ্ধে একদিনের ক্রিকেটে থাকছেন না তিনি।  চোটের অবস্থা দেখে মনে করা হচ্ছে সম্ভবত আইপিএলের প্রথম অর্ধেও না পাওয়া যেতে পারে জোফ্রাকে।

একদিনের সিরিজে জোফ্রা খেলবেন কিনা সেই বিষয়ে ম্যাচ শেষে মর্গ্যান বলেন, “ওয়ানডে সিরিজে দল ওকে পাবে কিনা সে নিয়ে আমরা এখনও নিশ্চিত নই। আমরা দুটো দিন ওকে পর্যবেক্ষণে রাখব। কুনুইয়ের চোটটা ওকে খুব ভোগাচ্ছে। সত্যিই এই চোটের সুরাহা করা দরকার।” ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জোফ্রার চোটের পরিস্থিতি দেখে ঠিক করবে ওকে দেশে ফেরানো হবে কিনা।

আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল। কুনুইয়ের চোটের যা পরিস্থিতি, তাতে মনে করা হচ্ছে রাজস্থান রয়্যালসও তাঁকে প্রথম অর্ধের পুরোটাই পাবে না।

আরও পড়ুন:বাংলার ভোটার হলেন মিঠুন বসন্ত চক্রবর্তী, এবার লক্ষ্য কি নবান্ন?

Advt