মহামেডানকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে গোকুলাম

0
3

রবিবার আইলিগে ( I-league)গোকুলাম কেরলা এফসির( gokulam kerala fc)  কাছে হারল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। ম‍্যাচের ফলাফল ১-২। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন সুজিত সাধু।

চার্চিলের বিরুদ্ধে শেষ ম‍্যাচে দুরন্ত জয় পেলেও, গোকুলামের বিরুদ্ধে সেই ঝাঁঝ দেখা গেল না সাদা-কালো ব্রিগেডের মধ‍্যে। ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় গোকুলাম। ম‍্যাচের ২০ এবং ৩৪ মিনিটে গোল করে গোকুলামকে ২-০ এগিয়ে দেন ডেনি আন্টোয়ি।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাপায় শঙ্করলাল চক্রবর্তীর দল। ম‍্যাচের ৮৫ মিনিটে মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন সুজিত সাধু। এই হারের ফলে ১৪ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে সাদা-কালো ব্রিগেড। মহামেডানকে হারিয়ে ১৪ ম‍্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে চলে গেল গোকুলাম এফসি।

আরও পড়ুন:চোটের কারণে একদিনের সিরিজে মাঠে নামা হচ্ছে জোফ্রা আর্চারের

Advt