পাহাড়ের ৩ আসনে প্রার্থী বিনয় তামাংয়ের, পাল্টা প্রার্থী দিতে পারেন বিমল গুরুং

0
1

অবশেষে পাহাড়ে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয় গোষ্ঠী) নেতা বিনয় তামাং (BinoyTamang)।

একুশের নির্বাচনে পাহাড়ে প্রার্থী দেয়নি তৃণমূল।পাহাড়ের ৩ আসন বাদ দিয়ে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াংয়ে দলের প্রার্থী ঘোষণা করেছেন বিনয় তামাং৷ তিনি জানিয়েছেন,

◾কালিম্পং – রুদেন লেপচা

◾দার্জিলিং – রাজ পোখরাল

◾কার্শিয়াং – শেরিং লামা দাহাল

এদিকে, পাহাড়জুড়ে জল্পনা, বিনয় তামাং গোষ্ঠীর একতরফা প্রার্থী ঘোষণা কিছুতেই মেনে নেবেন না মোর্চার প্রতিষ্ঠাতা বিমল গুরুং (Bimal Gurung)৷ গুরুং যে কোনও মুহুর্তে একই আসনে তাঁর ৩ প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারেন৷ পাহাড়ে এই ৩ আসনে মোর্চার দুই শিবির আলাদা আলাদা প্রার্থী দিলে আদতে লাভ হবে বিজেপি’র৷ এমনই অভিমত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- টিকিট না পেয়ে প্রদীপ প্রসাদের তোপ আবদুল মান্নানকে, পু্নর্বিবেচনার দাবিতে চিঠি AICC-কে

প্রসঙ্গত, একসময় বিজেপিকে সমর্থন করলেও মাসকয়েক আগে তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেন মোর্চা-সুপ্রিমো বিমল গুরুং। ওদিকে, দলের প্রার্থী ঘোষণার সময়ই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পাহাড়ের ৩ আসন থেকে লড়বেন ‘বন্ধুরা’। ওই ৩ আসনে তৃণমূল প্রার্থী দেবে না।
এখন প্রশ্ন উঠেছে, গুরুংয়ের ফিরে আসা মানতে না পেরে বিনয় তামাং তাঁর প্রার্থীর নাম জানানোর পর বিমল গুরং এবার নিজের ৩ প্রার্থীর নাম ঘোষণা করে দিলে, তৃণমূল কোন গোষ্ঠীকে ‘বন্ধু’ হিসাবে মানবে ?

Advt