শনিবার নরেন্দ্র মোদির সফরের(Narendra Modi) পর রবিবার ফের রাজ্যে পা রাখতে চলেছেন অমিত শাহ(Amit Shah)। আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহের সভা রয়েছে পূর্ব মেদিনীপুরের এগরায়। আর এই শাহী সফরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে কাঁথির প্রবীণ তৃণমূল(TMC) সাংসদ শিশির অধিকারীর(sisir Adhikari)। তবে শিশির পুত্র তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যাবেন না বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।
আরও পড়ুন:অধিকারী গড়ে কড়া বার্তা দিতে তৃণমূল সুপ্রিমোর সভা
বিজেপি সূত্রের খবর রবিবার বিকেলে এগরায় জনসভার পাশাপাশি আজ বিজেপির ইস্তেহার প্রকাশের কথা হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব মেদিনীপুরের এগরার পাল্লিঘাই স্কুল গ্রাউন্ডে এদিন সভা করবেন। তারপর তিনি মেচেদায় জেলার ডিভিশনাল অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যাবেলা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে তিনি দলীয় ইস্তেহার প্রকাশ করবেন। একুশের নির্বাচনকে মাথায় রেখে সম্প্রতি তৃণমূলের তরফে ইস্তেহার প্রকাশ করা হয়েছে। এই ইস্তেহার ইতিমধ্যেই মন কেড়েছে রাজ্যবাসীর। এহেন অবস্থান মাঝে আজ বিজেপি কী ইস্তেহার প্রকাশ করে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।