রবি সকালে নির্বাচনী উত্তাপে সরগরম মেদিনীপুর(Medinipur)। আজ শুধুমাত্র মেদিনীপুরেই চারটি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) ৩টি। পাশাপাশি আজ মেদিনীপুরের জনসভা করতে আসছেন অমিত শাহ(Amit Shah)। তবে এদিন সকাল থেকেই এই মেদিনীপুরে জোরকদমে প্রচার শুরু করলো বাম ও কংগ্রেস। রবিবার সকালে খড়্গপুরে ভোট প্রচারে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(adhir Ranjan Chowdhury)। এই কেন্দ্রে কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন রীতা শর্মা। তাঁর সমর্থনেই এদিন সকালে জনসভা ও রোড শো করতে দেখা যায় অধীরকে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর দাঁতন কেন্দ্রে সকাল থেকেই প্রচারে নেমেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র(Suryakanta Mishra)। দাঁতনে সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছেন সিপিআইএম নেতা শিশির কুমার পাত্র।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.