বিজেপি নেতাদের ‘ শ্যামা পোকা , মৌমাছির দল’ বলে তীব্র বিদ্রূপ করলেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়

0
1

দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার দুটি জনসভা করেন। একটি পাঁশকুড়া পূর্ব বিধানসভার রাইন গ্রাউন্ড মাঠে। অপরটি চন্ডিপুর বিধানসভার অন্তর্গত দেড়দিঘি বিএড কলেজ মাঠে। দুটি সভাতেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাঠফাটা রোদ, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে উপেক্ষা করেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। তিনি এদিন বলেন, কালীপুজোর সময় এক রকমের পোকা দেখা যায়, শ্যামাপোকা। উড়ে এসে জুড়ে বসে। যেই কালীপুজো শেষ। শ্যামা পোকাও পালিয়ে যায়। আর তাদের দেখা যায় না। এই বিজেপির নেতারাও হচ্ছে সেরকমই। এখন ভোট এসেছে। তাই একদিন দুদিন বাদ দিয়ে দিয়ে বাংলায় এখানে-ওখানে সভা করে যাচ্ছে। একদিন প্রধানমন্ত্রী, একদিন স্বরাষ্ট্রমন্ত্রী, একদিন প্রতিরক্ষামন্ত্রী, একদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এরা সব মৌমাছির মত বাংলায় এসে এখন ভিড় করেছে। যেই ভোট শেষ হয়ে যাবে দূরবীন বা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও এদের আর খুঁজে পাওয়া যাবে না। আর বিপদে-আপদে আপনাদের পাশে কে দাঁড়িয়েছে? নিজের জীবন বিপন্ন করে যেকোনো প্রয়োজনে আপনাদের দিকে কে হাত বাড়িয়ে দিয়েছে? এই বাংলার মেয়ে, আপনাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বাংলার মেয়ে আরেকটিকে বহিরাগত কিছু নেতা। একদিকে বাংলার মেয়ে, যে আপনাদের জন্য বিনামূল্যে শিক্ষা – খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে । আরেকদিকে ভুঁইফোড় বিজেপি নেতারা, যারা বলে চলেছে ক্ষমতায় এলে নাকি সোনার বাংলা গড়ে দেবে। কেন্দ্রে এতদিন ক্ষমতায় থেকে সোনার ভারত গড়তে পারল না, আর বাংলায় এসে তারা নাকি তারা সোনার বাংলা গড়ে দেবে। আপনারা কাকে বাছবেন সে সিদ্ধান্ত আপনাদের । আপনারাই বেছে নিন কাকে আপনাদের চাই। যদি গাছকে প্রশ্ন করেন গাছ তোমার নাম কি? উত্তর আসবে ফলেই পরিচয়। আলাদা করে ঢাক পিটিয়ে প্রচার করতে হয়নি। করতে হয় না বাংলার মানুষ উন্নয়ন দেখেছেন, দেখছেন এবং দেখবেন। আর দিল্লির বিজেপি নেতাদের কাজ ছবি দিয়ে, পোস্টার দিয়ে সাজিয়ে দেখাতে হয় । খালি চোখে চোখে দেখা যায় না।

Advt