লালুদার ফুচকার টানে ছুটে আসেন, বেহালা পশ্চিমে শ্রাবন্তী ঘরের মেয়ে বলেই পরিচয় দিলেন

0
2

প্রতিপক্ষ হেভিওয়েট। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) তাঁর বিরুদ্ধেই কি-না প্রার্থী! যদিও লড়াইয়ের ময়দানে নেমে নিজেকে বেহালা পশ্চিমের (Behala West) ভূমিকন্যা বলে জানিয়ে দিলেন টলিউডের (Tollywood) অন্যতম শীর্ষ অভিনেত্রী (Actress) তথা বিজেপির (BJP) তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

বেহালা থানার বিপরীতে এলাকার প্রাচীনতম জোড়া শিব মন্দিরে পুজো দিয়ে কয়েকশো কর্মী নিয়ে জোর কদমে প্রচারে নেমে পড়লেন শ্রাবন্তী। তার আগে মন্দিরের প্রবেশ পথে পুস্পস্তবক দিয়ে এবং পুষ্প বৃষ্টি করে প্রার্থী বরণ করেন বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা।

শ্রাবন্তী জানালেন, ছোটবেলা থেকে পর্ণশ্রী এলাকায় বেড়ে ওঠা। এখনও লালুদার ফুচকার টানে বাইপাসের অভিজাত আবাসন থেকে মাঝে মাঝেই এখানে চলে আসেন। স্বাধীনতা সংগ্রামীর নাতনি, ভারতীয় সেনা পরিবারের মেয়ে। তাই ঘরের মেয়েকেই এবার আশীর্বাদ করবে বেহালা পশ্চিমের মানুষ, প্রত্যয়ী শ্রাবন্তী।

Advt