পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখে রয়েছে কোন দেশগুলি? ২০১২ সাল থেকে পৃথিবীতে শুরু হয়েছিল এই অনুসন্ধান। যার নাম ছিল ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট'(world happiness report)। সম্প্রতি সেই সুখের সন্ধানে গিয়েই জানা গেল, মোদির শাসনকালে মোটেই সুখে নেই ভারতের নাগরিকরা(Indian citizen)। বরং ভারতের চেয়ে সুখে রয়েছে ইমরানের দেশ পাকিস্তান(Pakistan)। তার চেয়েও সুখে রয়েছে প্রতিবেশী শেখ হাসিনার বাংলাদেশ(Bangladesh)। এবং গোটা পৃথিবীর মধ্যে রীতিমতো হ্যাটট্রিক করে তৃতীয় বারের জন্য সুখী দেশের মর্যাদা পেল ফিনল্যান্ড।
২০১২ সাল থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রথম প্রকাশ করা হয়েছিল ১৫৬ টি দেশের উপর। এখানে ৬টি বিষয় নিয়ে তুলনা করা হয়। এগুলি হল জিডিপি, সামাজিক সহযোগিতা, চাহিদা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, উদারতা এবং অপরাধ। এবছর সুখী দেশের এই তুল্যমূল্য বিচারে অংশগ্রহণ করেছিল ১৪৯ টি দেশ। সেখানেই দেখা গেল ১৪৯ টি দেশের মধ্যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের জায়গা হয়েছে ১৩৯ নম্বরে। পাশাপাশি এই তালিকায় পূর্বে পাকিস্তানের জায়গা ছিল ৬৭ নম্বরে। বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ১০৫ নম্বরে। অন্যদিকে ভারত পাকিস্তানের চেয়ে অনেক বেশি সুখী প্রতিবেশী বাংলাদেশ। এই দেশের জায়গা হয়েছে তালিকায় ১০১ নম্বরে।
আরও পড়ুন:গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা, ২২ মার্চ লোকসভায় দলের সাংসদদের উপস্থিত থাকতে হবে হুইপ BJP-র
পাশাপাশি তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। তার অন্যতম কারণ এখানকার মানুষের বাক স্বাধীনতা অনেক বেশি। এই দেশে কেউ ঘুষ নেন না। এমনকি বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এই দেশে আর সেই কারণেই ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি খুশি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। যথাক্রমে তৃতীয় চতুর্থ ও পঞ্চম হয়েছে সুইজারল্যান্ড আইসল্যান্ড এবং নেদারল্যান্ড। অন্যদিকে, সুখী দেশের তালিকায় একেবারে নিচে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান।