তারকা প্রার্থীর সঙ্গে ছবি তুলে বিপাকে কমিশনের কর্মীরা!

0
1

হাতের কাছে তারকাকে পেয়ে লোভ সামলাতে পারলেন না খোদ নির্বাচন কমিশনের কর্মীরা! তারকার সঙ্গে এক এক করে ছবি তুললেন। অভিযোগ পাওয়া মাত্রই কমিশনের রক্তচক্ষুর শিকার কর্মীরা। আজ শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতরে।

আজ সেখানে মনোনয়ন জমা দিতে যান হুগলির চন্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। আর যশকে হাতের কাছে পেয়ে কাজ লাটে তুলে তাঁর সঙ্গে রীতিমতো পোজ দিয়ে ছবি তুলতে শুরু করেন কর্মীরা। যশের সঙ্গে ছবি তোলার সেই মূহুর্ত ক্যামেরাবন্দি করে নির্বাচন কমিশনের দারস্থ হয় তৃণমূল। এমন ঘটনায় তাজ্জব কর্তারা নড়েচড়ে বসেন। শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন,  অভিযুক্ত কর্মীদের প্রথমে শোকজ করে পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- পুর প্রশাসক পদে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, ভোটের মুখে নির্দেশ নির্বাচন কমিশনের

Advt