বিজেপির সর্বোচ্চস্তর থেকে আমন্ত্রণ পাওয়ার কথা মানলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

0
2

অবশেষে তিনি স্বীকার করলেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (BJP Suvendu Adhikary)ভাই তথা তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ দিব্যেন্দু অধিকারী (MP Dibyendu Adhikary) নিজেই একথা জানালেন৷

অনেকদিন আগেই নিজের ঘরে পদ্ম ফোটানোর দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। ছোটভাই সৌমেন্দু ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে৷ ওদিকে জল্পনা তুঙ্গে প্রধানমন্ত্রীর কাঁথির সভায় হাজির থাকবেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikary)। শিশিরবাবু নিজেই জানিয়েছেন সেকথা৷ প্রসঙ্গত, দিনকয়েক আগে এক প্রশ্নের উত্তরে শিশির অধিকারী বলেছিলেন, “আমি তো আর তৃণমূলে নেই৷ কে বললো এখনও আমি তৃণমূল কংগ্রেসে আছি।” এবার তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারীও বলে দিলেন, “মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে আবেগের বশে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার বিশ্বাস মানুষ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। শুভেন্দুর উপর নন্দীগ্রামের মানুষের ভরসা রয়েছে।” নিজের দলের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিব্যেন্দু বলেছেন, “তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলছেন আমাকে দলের প্রত্যেকটি সভাতে ডাকা হচ্ছে। এই দাবি ডাহা মিথ্যে। ওরাই আমাকে সরিয়ে দিয়েছে”৷

আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরে ৩ সভা তৃণমূলনেত্রীর, ঝাড়গ্রামে অভিষেক

শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী নিজেই গেরুয়া শিবিরের আমন্ত্রণ পাওয়ার কথা জানানোয় চিত্র স্বচ্ছ হচ্ছে, তিনি বিজেপিমুখী। দিব্যেন্দু বলেছেন, “বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছি৷ সর্বোচ্চস্তর থেকেই আমাকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।” রাজনৈতিক মহলে জল্পনা, এবার কী অধিকারী-পরিবারের সকলেই গেরুয়া হতে চলেছেন? বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বাড়ি গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করার পর থেকেই এই নতুন সমীকরণের ইঙ্গিত দেখা দিয়েছে৷ প্রধানমন্ত্রীর কাঁথির সভার আগে দিব্যেন্দুর এই বার্তায় মেদিনীপুর তথা রাজ্যে কৌতূহল বাড়ছে, তাহলে কী একসঙ্গেই বিজেপির হাত ধরবেন শিশির-দিব্যেন্দু ?তৃণমূলের এই দুই সাংসদের বিজেপিতে যোগ দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা? বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল মোট ২২ আসনে জয়ী হয়৷ পক্ষান্তরে বিজেপির ঝুলিতে যায় ১৮ আসন৷ বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল আগেই বিজেপিতে যোগ দেওয়ায় দু’দলের সাংসদ সংখ্যা দাঁড়ায়, তৃণমূল ২১ এবং বিজেপি ১৯৷ শিশির- দিব্যেন্দু গেরুয়া পতাকা হাতে নিলে এই সমীকরণ দাঁড়াবে যথাক্রমে ১৯ এবং ২১ সাংসদে৷ যদিও লোকসভার নথিতে সুনীল মণ্ডল বা শিশির-দিব্যেন্দু অধিকারী তৃণমূল সাংসদ হিসাবেই থাকবেন৷

Advt