“ঝাড়গ্রামে ৪-০ হবেই। দোসরা মে-র পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না” ঝাড়গ্রামের সভা থেকে আত্মবিশ্বাসী তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবারে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার সভায় অভিষেক বলেন, “ঝাড়গ্রামে ৪-০ হবেই। একুশের নির্বাচনে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলই ক্ষমতায় আসছে। আড়াইশোরও বেশি আসনে জিতে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ই সরকার গড়বে। আর পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে”।
বিজেপি (Bjp)-কে আক্রমণ করে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, “বাংলায় বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না। বহিরাগতদের বিতাড়িত করবে বাংলার মানুষ। দিল্লির (Delhi) কাছে আত্মসমর্পণ করবে না বাংলা”।
আরও পড়ুন:প্রচারে বেরিয়ে জনসংযোগে খামতি রাখছেন না সায়ন্তিকা থেকে রাজ চক্রবর্তী
মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে অভিষেক বলেন, “ভাঙা পায়েই আগামী দিনে লড়াই হবে। ইংরেজদের যেমন ভারত ছাড়া করেছিলাম, বহিরাগতদের বাংলা ছাড়া করব”।