টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন সুতীর্থা

0
1

টোকিও অলিম্পিক্সে ( tokyo olympic) যোগ্যতা অর্জন করলেন সুতীর্থা মুখোপাধ্যায়(  sutirtha mukherjee)। মণিকা বাত্রাকে হারিয়ে এই কৃতিত্ত্ব অর্জন করলেন তিনি। এই প্রথম অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন সুতীর্থা।

দোহায় এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফিকেশন প্রতিযোগিতায় সুতীর্থা হারান মণিকাকে। ম‍্যাচের ফলাফল ৭-১১, ১১-৭, ১১-৪, ৪-১১, ১১-৫, ১১-৪। মহিলাদের সিঙ্গলসে দক্ষিণ এশিয়ার গ্রুপ থেকে  মণিকা এবং সুতীর্থা যোগ্যতা অর্জন পর্বে ছিলেন।  এই ম্যাচে যিনিই জিততেন, তিনিই পাঁকা করে ফেলতেন টোকিওর টিকিট। সেই ছাড়পত্র অর্জন করে নিলেন সুতীর্থা। যদিও  মণিকার সামনে এখনও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে।

সুতীর্থার পাশাপাশি টোকিও অলিম্পিক্সে যোগ‍্যতা অর্জন করেন শরথ কমল। পাকিস্তানের রামিজ মহম্মদকে হারিয়ে এবারের অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন তিনি।

আরও পড়ুন:ঘোষণা করা হল একদিনের দল,  দলে এলেন সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

Advt