অভিনব এক প্রতিযোগিতা, কারা হলেন ‘মিস্টার মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ২০২১’?

0
1

ঝকঝকে আলো! গটগট করে হাঁটাচলা র‍্যাম্পজুড়ে! দারুণ দেখতে, লম্বা, সুদর্শন চেহারার! মডেলিং মানে তো আমরা এসব জানি। সম্প্রতি কলকাতা এয়ারপোর্টের হলিডে ইন-এ ‘মিস্টার মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ২০২১’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘পজিটিভ গ্রুপস’। প্রতিযোগিতার লক্ষ্য ছিল উদীয়মান মডেল এবং অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি ছাত্রছাত্রী, গৃহবধূ, সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকেই সামিল করা। এক অভিনব প্রতিযোগিতা।

‘পজিটিভ গ্রুপস’এর কর্ণধার সঞ্চিত শর্মা এবং শিরিন আহুজা জানিয়েছেন, সবাইকে একটা অভিনব প্ল্যাটফর্মের জোগান দিতে চান তাঁরা। যেখানে প্রতিযোগীরা যথাযথ ট্রেনিং এবং গ্রুমিংয়ের অবকাশ পাবেন। পূর্ব ভারতের সমস্ত রাজ্যেই তাঁরা এই প্রতিযোগিতার আয়োজন করতে চান। সব রাজ্য থেকে বাছাই করা সেরা ৭ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে এ বছরের ‘ফেস অফ ইস্টার্ন ইন্ডিয়া বিউটি পেজেন্ট’।

আরও পড়ুন-World Sleep Day 2021 : যারা ঘুম ‘অপছন্দ’ করেন তাঁরা দেখুন নিজেদের জন্য কী বিপদ ডেকে আনছেন

রৌনক মজুমদার

তিনটি রাউন্ডে প্রতিযোগীদের সৌন্দর্য ছাড়াও সামগ্রিক উপস্থাপনার বিচারে মিস্টার বেঙ্গল হন রাহুল বেরা, মিস বেঙ্গল খেতাব পেলেন শ্রেয়া মণ্ডল, বেস্ট রাম্প ওয়াকের জন্য খেতাব পেলেন রৌনক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ, মিস ফেমিনা ফাইনালিস্ট সোনাল রবি শ্রীবাস্তব এবং সেলেব্রিটি ডিজাইনাররা।

Advt