এবার আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় এক ব্যক্তি, গুরুতর জখম

0
1

ফের শোরগোল আলিপুর চিড়িয়াখানার কাণ্ড নিয়ে। শুক্রবার সকালে আলিপুর চিড়িয়াখানায় সিংহের খাঁচায় হঠাৎই ঢুকে পড়েন এক ব্যক্তি। সেই সময় একটি সিংহ এনক্লোজারের ভিতরে ছিল। সিংহটি তাঁর শরীরে থাবা বসায়। ঘটনার পর ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যক্তির মাথায় থাবার চিহ্ন মিলেছে।

সূত্রের খবর, শুক্রবার সকালে এনক্লোজার টপকে খাঁচার মধ্যে ঢুকে পড়ে এক ব্যক্তি। তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি চোখে পড়ে যারা সেই সময় সিংহটির দেখভালের দায়িত্বে ছিলেন। ওই কর্মীদের একজন ওই ব্যক্তিকে সিংহের মুখ থেকে উদ্ধার করেন। তার মধ্যে অনেকটাই আহত হয়েছেন তিনি। তাঁকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন-কয়লা কাণ্ডে বিনয় মিশ্রর বাড়ি বাজেয়াপ্ত করল ED

এই ঘটনার পর আরও একবার আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ কিছুদিন আগেই সিংহের খাঁচার কাছের খাঁচা থেকেই চুরি হয়েছিল তিনটি ‘কিল বিলড টউকান’ নামে বিরল পাখি। আর এই ঘটনার পর নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। তার মধ্যেই এবার ঘটল এদিনের ঘটনা। এ বিষয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আপাতত মনে হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

Advt