ঘোষণা করা হল একদিনের দল,  দলে এলেন সূর্যকুমার যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

0
1

শুক্রবার ঘোষণা করা হল ইংল‍্যান্ডের ( England) বিরুদ্ধে ভারতের( india) একদিনের দল। বিরাট কোহলির( virat kohli) একদিনের দলে ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব। টি-২০ পর একদিনের ক্রিকেটেও জায়গা করে নিলেন তিনি। দলে নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণ।

২৩ মার্চ থেকে শুরু হবে একদিনের সিরিজ। ৩ ম্যাচের এই সিরিজে ওপেনার হিসেবে থাকছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ন এবং শুভমন গিল। উইকেটরক্ষক হিসেবে দলে থাকছেন ঋষভ পন্থ এবং কে এল রাহুল। মিডল অর্ডারে থাকছেন শ্রেয়স আইয়ার, সূর্যকুমাররা। যশপ্রীত বুমরাহকে এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। পেস আক্রমণের দায়িত্ব থাকছে ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজদের ওপর। পেস আক্রমণে নতুন মুখ প্রসিদ্ধ কৃষ্ণ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt