চতুর্থ টি-২০ রেকর্ড গড়লেন হিটম‍‍্যান

0
1

চতুর্থ টি-২০( 4Th t-20) তে রেকর্ড গড়লেন রোহিত শর্মা( rohit sharma)। সব ধরনের টি২০ ক্রিকেট মিলিয়ে ৯ হাজার রানের মালিক হলেন তিনি। বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium) ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১২ রান করেন হিটম‍্যান। আর তাতেই এই কৃতিত্ত্ব অর্জন করেন রোহিত শর্মা।

ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ত্ব অর্জন করেন রোহিত শর্মা। ভারতের হয়ে প্রথম ক্রিকেটার হলেন বিরাট কোহলি( virat kohli)।

বিশ্বের নবম ক্রিকেটের রোহিত শর্মা। যিনি এই মাইল ফলক স্পর্শ করলেন। শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তাঁর রান সংখ‍্যা ১৩,২৯৬।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেন সুতীর্থা

Advt