ফের মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে রেকর্ড হারে দাম কমল সোনার। নবর্বষের আগে তাই খানিকটা স্বস্তিতে গহনাপ্রেমীরা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর থেকেই সোনার দাম নিম্নমূখী হতে শুরু করেছে। আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার ১ গ্রাম দাম ২৩৪ টাকা কমে হয়েছে ৪,৪২৪ টাকা। এবং ১০ গ্রাম সোনায় ৩৪০ টাকা দাম কমে হয়েছে ৪৪,২৪০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার দামও কমেছে।

সামনেই বিয়ের মরশুম । সোনার দামের পতনে খুশি সকলেই। শুভ অনুষ্ঠানে সোনা-রুপো উপহার দেওয়ার চল বহুল প্রচলিত। তাই সোনা ও রুপোর ক্রেতাদের কাছে এটাই গহনা কেনার সুবর্ণ সুযোগ। শুক্রবার প্রতি ১০ গ্রাম রুপোর দামে এক লাফে নেমে কেজি প্রতি ৬৭, ১০০ টাকা হয়েছে৷ এর আগে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১০৫ টাকা বেড়েছিল৷ রুপোতেও প্রতি কিলোগ্রামে ১০০০ টাকা বৃদ্ধি পেয়েছিল৷ করোনার জেরে গত বছর অগাস্ট মাসে সোনার দাম রেকর্ড বেড়ে ৫৬,২০০ টাকা হয়েছিল৷ কলকাতার পাশপাশি দিল্লির সোনার বাজারে শুক্রবার ১০ গ্রাম সোনার দাম কমে ৪৪,৯০৪ টাকা হয়েছে।































































































































