রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে ভোটের আগে তৎপর সিবিআই-ইডি। দু’দিন আগেই কয়লাপাচারকাণ্ডে বিনয় মিশরের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে ED। এখন গরু ও কয়লাপাচারকাণ্ডের মূল চক্রীকে ধরতে তৎপর গোয়েন্দারা। তারই মধ্যে অন্যতম কয়লা কাণ্ডে বিনয় মিশ্রের কলকাতার বাড়ি বাজেয়াপ্ত করল এনফর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন-মেট্রো ডেয়ারি মামলায় এবার বিপি গোপালিকাকে নোটিশ
সূত্রের খবর, কলকাতার রাসবিহারী এলাকায় বিনয় মিশ্র একটি বাড়ি বাজেয়াপ্ত করল ইডি। ওই তিন কোটির বাড়িটি কেনা হয়েছিল একটি সংস্থার নামে। জানা গিয়েছে, বাড়িটি রেজিস্টার করা হয়েছিল অনন্ত ট্রেড কম নামে।
উল্লেখ্য কয়লাপাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদের পরই বিনয় মিশ্রের নাম উঠে আসে। আপাতত বিনয় মিশ্র এখনও বেপাত্তা।








































































































































