ঝাড়গ্রামে বিনপুরের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শুক্রবার, দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদা এবং দেবনাথ হাঁসদার সমর্থনে সভা করেন যুব তৃণমূল (Tmc) সভাপতি। সেখানেই তিনি বলেন, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই দিকে দিকে অশান্তি শুরু হয়ে গিয়েছে। যারা নিজেদের দলে শান্তি রক্ষা করতে পারে না তারা বাংলায় কী শান্তি প্রতিষ্ঠা করবে! কটাক্ষ করেন অভিষেক।

বিজেপির কেন্দ্রীয় নেতানেত্রীদের সভায় ভিড় না হওয়ার প্রসঙ্গ তুলে আক্রমণ করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, এই ঝাড়গ্রাম দেখিয়ে দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে সভা করলেই লোক হয় না। বিজেপি (Bjp) নেতা-নেত্রীরা সভা করতে খরচ করছেন, অথচ তাতে লোক হচ্ছে না। আর তৃণমূলের সভায় স্বতঃস্ফূর্ত ভিড়। অভিষেক বলেন, এই দেখেই বোঝা যাচ্ছে ঝাড়গ্রামে তৃণমূলের ফল ৪-০ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করে উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। অথচ মোদি সরকার এই সাত বছরে কী কাজ করেছে তার কোন খতিয়ান দিতে পারছে না। অভিষেক দীপ্ত কণ্ঠে বলেন, বাংলা থেকে বহিরাগতদের তাড়াতে সব রকম ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন:প্রচারে বেরিয়ে বাধার মুখে বাবুল সুপ্রিয়!









































































































































