মর্মান্তিক! তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের

0
1

মর্মান্তিক পরিণতি ! তীব্র আর্থিক সঙ্কটের জেরে মা তার তিন সন্তানকে কীটনাশক খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করলেন। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার যোগেন্দ্রপুর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, বছর পঁচিশের শিউলির সঙ্গে বিয়ে হয়েছিল রাজু ভোড়ের। হাওড়ার একটি কারখানায় কর্মরত রাজু সুযোগ পেলেই সংসারের টানে বাড়ি আসত।
অভিযোগ, মাস তিনেক ধরে সংসারে কোনও টাকা দিচ্ছিল না রাজু। সে কথা কানাঘুষো শুনেছিলেন স্থানীয়রাও । এই নিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই ফোনে ঝগড়াও করতেন শিউলি। কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিণতি ঘটবে তা কল্পনাও করতে পারেননি প্রতিবেশীরা। টাকা না পাঠানোতে প্রায় না খেতে পাওয়া অবস্থায় অনাহারে দিন কাটছিল পরিবারটির। শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমানে এই চরম পথ বেছে নেয় শিউলি।
বুধবার সকালে প্রতিবেশীরা দরজা ভেঙে দেখেন বিছানায় পড়ে আছে নিথর চারটি দেহ । দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ছয় বছরের একটি শিশুকে । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকি তিনজন।
রাজুর মাও এই ঘটনায় হতবাক । তিনি বলেন, আমি একটু মানিয়ে নিতে বলেছিলাম। কিন্তু এভাবে বিষ খাবে বুঝতে পারিনি।
তাদের এই চরম পরিণতিতে কতগুলি প্রশ্ন সামনে এসেছে। কেন মাস দুয়েক ধরে বাড়ি ফিরছিলেন না রাজু ? কেনই বা তিনি সংসারে টাকা দেওয়া বন্ধ করলেন ? নেশার জন্যই কি সংসারের প্রতি বিমুখ হয়ে পড়েন রাজু? না কি অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছেন বছর বত্রিশ যুবক?
এর নেপথ্যে আসল কারণ কী, তাই এখন খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ।