বুধবার রাতে নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতে ও বৃহস্পতিবার সকালে সোনাচূড়ায় দলীয় কর্মী-সমর্কদের উপর হামলা চালিয়েছে বিজেপি। এই মর্মে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ জানাল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তাছাড়া শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখাও করবে তারা৷
তৃণমূলের অভিযোগ, বুধবার রাত্রে নন্দীগ্রামের বয়াল গ্রাম পঞ্চায়েতে ও বৃহস্পতিবার সকালে সোনাচূড়ায় দলীয় কর্মী-সমর্কদের উপর হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকরা। এই মর্মেই কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। অভিযোগের স্বপক্ষে ভাঙচুর করা গাড়ির ছবি ও আক্রান্তদের এক্স-রে রিপোর্টও জমা দিয়েছে শাসকদল।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নন্দীগ্রামে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari) । এর জেরে বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। উত্তেজনা ছড়ায় সোনাচূড়ায়। আজ সোনাচূড়া বাজারে শুভেন্দু অধিকারী আসতেই তাঁকে কালো পতাকা দেখানো হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) সমর্থকরা। এতে আহত হন বেশ কয়েকজন।
আরও পড়ুন- আরও সাত আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল আইএসএফ