ক্যানিং স্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়ে বিপত্তি

0
1

শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনের সাইড লাইনে ট্রেন লাইনচ্যুত হয়ে বিপত্তি । জানা গিয়েছে, বুধবার রাতে সজোরে ট্রেনটি ধাক্কা মারে বাফারে। দুর্ঘটনার সময় কোনও যাত্রী ছিল না ট্রেনে । ট্রেনটি পাশের তৃতীয় লাইনে রাখার জন্য চলা শুরু করলে হঠাৎই সজোরে স্টোপ বাফারে ধাক্কা মারে এবং ট্রেনের চাকা লাইন থেকে পড়ে যায় ।
ভোরে রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা আসেন।বৃহস্পতিবার সকাল ৭ টায় ট্রেনের চাকা লাইনে তোলেন রেলের কর্মীরা।তবে ক্যানিং শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
রেল কর্তৃপক্ষ জানান, কিভাবে এই ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।