বাংলায় জেতার পরেই বিজেপিকে দিল্লিছাড়া করব: মমতা

0
3

বাংলা জিতলেই দিল্লি ঝাঁপাব, দিল্লিছাড়া করব। পশ্চিম মেদিনীপুরে প্রচারে গিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, বিজেপি (Bjp) ভাবছে দেশে বিরোধী শক্তি তৈরি হয়ে যাবে। তাই বাংলা দখলের চেষ্টা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের তিন জায়গা গড়বেতা, কেশিয়াড়ি এবং কলাইকুণ্ডায় সভা করেন তৃণমূলনেত্রী (Tmc)। তিনি বলেন, বাংলায় জেতার অপেক্ষা। তারপরই দিল্লিতে ঝাঁপিয়ে পড়বেন। বিজেপিকে দিল্লিছাড়া করে ছাড়ব।’ মমতা অভিযোগ করেন, তৃণমূলের পরিবর্তন স্লোগান নকল করেছে বিজেপি।

তিনি বলেন, “কফি হাউসে গুণ্ডাগিরি করেছে। মান্না দে যে কফি হাউস নিয়ে গান গেয়েছেন, সেই কফি হাউসেও দখল করতে গিয়েছে বিজেপি। কফিহাউসে যে ছেলেটির ছবি সামনে এসেছে, সে বহিরাগত গুন্ডা”। মমতা কটাক্ষ করে বলেন, দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার।

আরও পড়ুন:পুরীর মন্দিরের কয়েক হাজার একর জমি বিক্রির সিদ্ধান্ত, সমালোচনার মুখে রাজ্য 

Advt