Breaking: সোমেন মিত্রর স্ত্রী শিখা এবার চৌরঙ্গিতে বিজেপি প্রার্থী

0
1

এটাই বাকি ছিল। কংগ্রেস নেতা প্রয়াত সোমেন মিত্রর স্ত্রী শিখা মিত্র শেষে বিজেপির চৌরঙ্গির প্রার্থী। আজীবন বিজেপির রাজনীতির বিরোধী সোমেনবাবুর স্ত্রীর এহেন পরিণতিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সোমেনশিবিরের অধিকাংশই শিখার বিরোধিতা করছেন। সোমেনবাবু কংগ্রেসের বিধায়ক ছিলেন। 2009 তে তৃণমূলে গিয়ে সাংসদ হলেও পরে কংগ্রেসে ফেরেন। মৃত্যুর সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি বিজেপির কট্টর বিরোধী। এখন তাঁর স্ত্রী শিখা বিজেপির প্রার্থী। এলাকার বিজেপিতেও বিক্ষোভ। শিখা তো এখনও বিজেপিতেই যাননি। জলঘোলা চলছে।

আরও পড়ুন:বাংলায় জেতার পরেই বিজেপিকে দিল্লিছাড়া করব: মমতা

Advt