রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিন, যুবরাজরা

0
1

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে চলে গেল ভারতীয় লেজেন্ডস ( india legends )। সেমিফাইনালে তারা ১২ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে (west indies legends ) । দুরন্ত ব‍্যাটিং সচিন তেন্ডুলকর( sachin tendulkar), যুবরাজ সিং ( yuvraz singh) এর।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৮ রান তোলে ভারতীয় লেজেন্ডস। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সচিন তেন্ডুলকর এবং যুবরাজ সিং। ৪২ বলে ৬৫ করেছেন সচিন। ২০ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন যুবরাজ। ৬টি ছয় মেরেছেন তিনি। যুবরাজের সঙ্গেই অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। তিনি ২০ বলে ৩৭ করেন।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০৬ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের হয়ে লড়াই চালান ডোয়েন স্মিথ, ব্রায়ান লারা। ৩৬ বলে ৬৩ রান করেন তিনি। লারা করেন ২৮ বলে ৪৬ রান।

আরও পড়ুন:ফের ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস , নতুন করে সংক্রমণ ছড়াল আরও চার রাজ্যে

Advt