নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন রাসেল

0
2

ভিভিয়ান রিচার্ডসের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ( prime minister  narendra modi) ধন্যবাদ  বার্তা পাঠালেন আন্দ্রে রাসেল( andre russell) । জামাইকায় করোনার টিকা পাঠিয়েছিলেন মোদি, তাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ধন্যবাদ  বার্তা এসে পৌঁছল ভারতে।

এদিন টুইটারে একটি ভিডিও পোস্ট করেন রাসেল। সেখানে রাসেল প্রধানমন্ত্রীকে ধন‍্যবাদ জানিয়ে লেখেন, ” আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশে টিকা এসে পৌঁছেছে। আমরা উত্তেজনায় ফুটছি। গোটা বিশ্বকে আবার স্বাভাবিক অবস্থায় দেখতে চাই। এখন ভারত আর জামাইকা ভাই। জামাইকার মানুষ খুব খুশি।”

গত ৮ মার্চ ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে ৫০ হাজার করোনা ভাইরাসের টিকা ভারত থেকে জামাইকায় পৌঁছয়। তখনই রিচার্ডস ধন্যবাদ জানিয়েছিলেন মোদিকে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে পারেন কোহলিরা

Advt