মমতার ছেড়ে যাওয়া আসন ভবানীপুরে শোভনদেবের প্রতিদ্বন্দ্বী বিজেপির রুদ্রনীল

0
1

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবার লড়াই করছেন নন্দীগ্রামের (Nandigram)আসন থেকে। ফলস্বরূপ ভবানীপুর(Bhawanipur) থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়(sobhandeb chattopadhyay)। এই কেন্দ্রে এবার বড় বাজি ধরল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির তরফ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে দেখা গেল ভবানীপুর কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী করা হয়েছে একদা তৃণমূলে থাকা রুদ্রনীল ঘোষকে(Rudranil Ghosh)। তবে ভিভিআইপি এই কেন্দ্র থেকে রুদ্রকে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হলেও আদেও কতটা আত্মবিশ্বাসী রুদ্রনীল?

আরও পড়ুন:বিজেপি প্রার্থী মালা সাহার স্বামী! প্রার্থী পদ অস্বীকার

সম্প্রতি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় রুদ্রনীল ঘোষ জানান, ‘ভিভিআইপি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে দল। ফলে প্রাণপণ পরিশ্রম করে দলের মুখ রক্ষা করতে চাই।’ পাশাপাশি ভবানীপুরের সব স্তরের মানুষের সঙ্গে কথা বলে কাজ করতে চান রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, দল মনে করেছে তাঁকে প্রার্থী করবেন তাই এই সুযোগ তিনি পেয়েছেন। যদিও রুদ্রনীলের ইচ্ছে ছিল শিবপুর থেকে প্রার্থী হওয়ার। কারণ শিবপুরের ছেলে রুদ্রনীল। কিন্তু দলের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিয়েছেন। পাশাপাশি জানান, ‘শিবপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে একটা আবেগ। তবে ভবানীপুরের আসন হলো চ্যালেঞ্জের লড়াই।’ দলের নির্দেশ মেনেই কাজ করবেন জানিয়েছেন রুদ্রনীল।

Advt