চতুর্থ টি-২০ তে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

0
1

বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( Narendra modi stadium) চতুর্থ টি-২০ তে  নামার আগে, নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা( rohit sharma) । চতুর্থ টি-২০ ম‍্যাচে মাত্র ৫২ রান করলেই, টি-২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে চলে আসবেন তিনি।

১০৯টি টি-২০ ম্যাচে হিট ম‍্যানের রান সংখ‍্যা ২৭৮৮। টি-২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় রোহিত রয়েছেন তৃতীয় স্থানে। বৃহস্পতিবার ৫২ রান করলেই তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। ৯৯ ম্যাচে তাঁর সংগ্রহ ২৮৩৯ রান। তবে এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক  বিরাট কোহলি। ৮৮টি ম্যাচে তিনি করেছেন ৩০৭৮ রান। তিনিই এক মাত্র ক্রিকেটার, যাঁর টি২০ ক্রিকেটে ৩ হাজার রান রয়েছে।

এদিকে বৃহস্পতিবার চতুর্থ টি-২০ ম‍্যাচ জিতে সিরিজ সমতায় আনতে মরিয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই মুহূর্তে সিরিজে ২-১ এ এগিয়ে ইংল‍্যান্ড।

আরও পড়ুন:ম্যাচ হেরে যাওয়ায় আত্মঘাতী গীতা ও ববিতা ফোগটের বোন রীতিকা ফোগট

Advt