নজরে নির্বাচন, আর সেই লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। বিজেপির(BJP) ব্রিগেড জনসভার(Brigade rally) ঠিক ১১ দিনের মাথায় বৃহস্পতিবার ফের রাজ্যে এসেছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন পুরুলিয়ার(Purulia) ভাঙড়ার নবকুঞ্জ ময়দানে বিজেপির জনসভা থেকে আসল পরিবর্তনের সুর বাঁধলেন নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, ২ মের পর বাংলায় বিজেপি সরকার গঠিত হবে। পাশাপাশি, চেনা ছকে তৃণমূলকে তোপ দেগে, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের জোয়ার বইবে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার পুরুলিয়ার জনসভা থেকে ঝাঁঝালো ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আগে বামেদের সরকার, এখন তৃণমূল সরকার কেউ কিছু করেনি। তৃণমূল সরকার নিজের খেলাতেই মত্ত। পুরুলিয়ায় জলের সমস্যা একটি গুরুতর সমস্যা তবে তৃণমূল সরকার সেই বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পুরুলিয়ায় শুধু ভেদাভেদের রাজনীতি করে গিয়েছে তৃণমূল। ৮ বছর পরেও পুরুলিয়ায় জল প্রকল্প হয়নি। এর জবাব কে দেবে দিদি ? পুরুলিয়ার মানুষ জবাব চায়। কাজের হিসেব দিন দিদি।’ পাশাপাশি মোদি দাবি করেন, ভারতের যেখানে যেখানে বিজেপি’র সরকার রয়েছে সেখানে জলের সমস্যার সমাধান হয়েছে।
আরও পড়ুন:ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়ির কাছে বোমাবাজি, আহত তিন
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে মোদি দাবি করেন, ‘বছরের পর বছর ধরে একটি সেতুও তৈরি করতে পারেনি তৃণমূল। এখন বলছে উন্নয়নের কথা। বাংলা বিজেপি ক্ষমতায় এসে আগে এই সমস্যার সমাধান করবে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার। দিল্লির ইঞ্জিন ও বাংলার ইঞ্জিন সরকার এলে পুরুলিয়ায় বিকাশ হবে।’ পাশাপাশি পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুলিয়ায় পর্যটন শিল্পের উন্নতিতে কোনও কাজ হয়নি। বলেও দাবি করেন মোদি। একই সঙ্গে চেনা ছকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি ও মাফিয়া রাজের অভিযোগ তুলতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘এখানে অপরাধ হয়, অপরাধী আছে, কিন্তু জেলে নেই। সিন্ডিকেট আছে, দুর্নীতি আছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয় না। কাল রাত উত্তর ২৪ পরগনায় বেশ কিছু জায়গায় বোমাবাজি হয়েছে। টার্গেট করা হচ্ছে বিজেপি কর্মীদের। এই মাফিয়ারাজ আর চলবে না।’ তার কথায়, ‘বাংলার মানুষ বলছে অত্যাচার অনেক করেছ দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র, রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। মা দুর্গার আশীর্বাদে করবে তোমায় পরাস্ত।’
পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলায় বিকাশ ছেড়ে খেলার চিন্তা দিদির। এবার বাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ১০ বছর ধরে দুর্নীতি হয়েছে এবার শাস্তি দেবে মানুষ।’ একইসঙ্গে তৃণমূলকে তোপ দেগে মোদি বলেন, ‘দিদির বাংলায় টিএমসি মানে ট্রান্সফার মাই কমিশন।’ এবং কেন্দ্রের লক্ষ্য ডিবিটি অর্থাৎ ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার।’