ভোট প্রচারে গিয়ে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে (Karagpur) জনসভায় তিনি বলেন, তাজপুরে বন্দর তৈরি হবে। বন্দর হলে, অনুসারী শিল্প হবে। ফলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে বলে জানান মমতা।
আরও পড়ুন:মমতার ছেড়ে যাওয়া আসন ভবানীপুরে শোভনদেবের প্রতিদ্বন্দ্বী বিজেপির রুদ্রনীল
পাশাপাশি, তিনি বলেন, ফের তৃণমূল (Tmc) সরকার এসে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবে। তৃণমূলনেত্রী বলেন, ২৫ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে রাজ্য। আগামীতে আরও ২৫ লক্ষ বাড়ি তৈরি হবে। রেল-সহ বিভিন্ন সংস্থাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা কেন্দ্র- অভিযোগ মমতার। রেলকর্মীদের কাছে বিজেপিকে একটি ভোটও না দেওয়ার আর্জি জানান তৃণমূল নেত্রী।