ফের প্রার্থী তালিকা প্রকাশ হতেই ফের ক্ষোভ গেরুয়া শিবিরে। প্রার্থী পছন্দ না হওয়ার ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। বিক্ষোভ এতটাই বড় আকার ধারণ করে যে শেষ পর্যন্ত পুলিশকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দমদম রোড।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই। দমদম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে উঠে আসে বিমল শঙ্কর নন্দর নাম। অন্যদিকে, রাজারহাট গোপালপুরের প্রার্থী নির্বাচিত হন শমীক ভট্টাচার্য। এই দুই বিধানসভা কেন্দ্রই সংশ্লিষ্ট এলাকার অন্তর্গত। দুই প্রার্থীকেই অপছন্দ হওয়ায় দমদম রোডে হনুমান মন্দির সংলগ্ন বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে জোর বচসা বাঁধে। অবিলম্বে দুই প্রার্থীকেই বদল করার দাবি তুলতে থাকেন তাঁরা। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, আলমারি ভাঙচুর করতে থাকেন। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপি কার্যালয়ে। এরপর মাঝ রাস্তায় সমস্ত আসবাবে আগুন লাগিয়ে দেন কর্মীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে দমদম রোড।