এড়ানোর চেষ্টা সফল হয়নি, পদ্ম-প্রতীকে প্রার্থী হতেই হচ্ছে মুকুল রায়কে

0
1

মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি৷

দু’দশক পর একুশের বিধানসভা ভোটে ফের প্রার্থী হতেই হচ্ছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে (Mukul Roy)৷ ২০০১ সালে জগদ্দল থেকে প্রার্থী হয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা মুকুল। হেরেছিলেন ওই ভোটে৷ তারপর আর ভোট ময়দানে প্রার্থী হিসাবে দেখা যায়নি মুকুল রায়কে৷ ২০০৬ থেকে পরপর দু’বার রাজ্যসভার সদস্য হন তিনি। একুশের ভোটে শীর্ষ নেতৃত্বের চাপে ফের মুকুল বাধ্য হলেন বিধানসভা ভোটে প্রার্থী হতে৷ সূত্রের খবর, প্রার্থী যাতে না হতে হয় সেজন্য মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মুকুল৷ কিন্তু চিঁড়ে ভেজাতে পারেননি তিনি৷ এতদিন ভোট রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও, একুশের ভোটে তাঁকে প্রার্থী হতেই হলো৷ কোন কেন্দ্রে তিনি পদ্ম-প্রার্থী হচ্ছেন, তা জানানো হবে বৃহস্পতিবার ৷

সূত্রের খবর, দিল্লির নির্দেশে ভোটে দাঁড়াচ্ছেন আরও এক দলীয় সাংসদ৷ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এবার প্রার্থী করা হয়েছে। জল্পনা থাকলেও এবার প্রার্থী হচ্ছেন না দেবশ্রী চৌধুরি, জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ-এর মতো সাংসদরা।

ওদিকে, দলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ির (Ashoke Lahiri) কেন্দ্র বদল করা হয়েছে৷ আলিপুরদুয়ারের পরিবর্তে তিনি লড়বেন বালুরঘাটে কেন্দ্র৷

আরও পড়ুন- জুভেন্তাস থেকে ফের প্রাণের ক্লাব রিয়ালে ফিরছেন রোনাল্ডো, ইঙ্গিত জিদানের

Advt