বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হতেই পাহাড় থেকে জঙ্গল, কলকাতা থেকে কাকদ্বীপ ক্ষোভের আগুনে ছাড়খার গেরুয়া শিবির। প্রার্থী পছন্দ না হওয়ার বিক্ষোভ-অবরোধে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। গোটা রাজ্যের মতো দমদমেও একই ছবি ধরা পড়ল। বিক্ষোভ এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে, পুলিশকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দমদম রোড।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই। দমদম বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে উঠে আসে অধ্যাপক বিমল শঙ্কর নন্দর নাম। অন্যদিকে, রাজারহাট গোপালপুরের প্রার্থী হিসেবে ঘোষিত হয় রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য-এর নাম। এর পরই দমদম রোডে হনুমান মন্দির সংলগ্ন বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তখনই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে জোর বচসা বাঁধে। অবিলম্বে দুই প্রার্থীকেই বদল করার দাবি তুলতে থাকেন তাঁরা।
ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। ক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার, টেবিল, আলমারি ভাঙচুর করতে থাকেন। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিজেপি কার্যালয়ে। এরপর মাঝ রাস্তায় সমস্ত আসবাবে আগুন লাগিয়ে দেন কর্মীরা। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে দমদম রোড।
আরও পড়ুন- উত্তর থেকে দক্ষিণ, বিজেপির প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের আগুন গেরুয়া শিবিরের অন্দরে






























































































































