?সেনসেক্স ৪৯,২১৬.৫২ (⬇️ -১.১৭%)
?নিফটি ১৪,৫৫৭.৮৫ (⬇️ -১.১১%)
অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। যদিও সুসময় দীর্ঘস্থায়ী হল না। মাঝে কিছুদিন উত্থান পতনের পর পর ফের বড়োসড়ো পতন দেখল দালাল স্ট্রীট। বৃহস্পতিবার ফের বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৫৮৫ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। টানা কয়েকদিন বৃদ্ধির পর শেয়ারবাজারে যেভাবে পতন ঘটেছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।
এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৫৮৫.১০ পয়েন্ট বা -১.১৭ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,২১৬.৫২। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -১৬৩.৪৫ পয়েন্ট বা -১.১১ শতাংশ নেমে হয়েছে ১৪,৫৫৭.৮৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন:কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা জানালেন তৃণমূলনেত্রী
প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।