“যুজবেন্দ্র চ‍্যাহালকে মারা ছয়টাই আমাকে উদ্বুদ্ধ করেছে” বাটলার

0
1

মঙ্গলবার তৃতীয় টি-২০ ( t-20) ম‍্যাচে ভারতকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে যায় ইংল‍্যান্ড( England )। মঙ্গলবার ইংল‍্যান্ডের হয়ে ৮৩ রান করে অপরাজিত থাকেন জস বাটলার(jos buttler)। সেই সুবাদে ম‍্যাচের সেরাও হন তিনি। এদিন তাঁর দুরন্ত ব‍্যাটিং নিয়ে মুখ খুললেন বাটলার।

ম‍্যাচের সেরা হয়ে বাটলার বলেন, “ক্রিজে সময় কাটাতে পেরে আমি খুশি। দলের সকলেই ভাল খেলেছে। বেশ কিছু ভাল জুটি তৈরি করতে পেরেছিলাম আমরা। আমি স্পিনারদের আক্রমণ করব তা অনেকেই ভাবতে পারেন না। তাই চেষ্টা করলাম সেটাই। যুজবেন্দ্র চ‍্যাহালকে মারা ছয়টাই আমাকে উদ্বুদ্ধ করে। পাওয়ার প্লে-তে ভাল রান পাই আমরা।”

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মর্গ্যানের শততম টি২০ ম্যাচ নিয়ে বাটলার বলেন, “ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে মর্গ্যানের কৃতিত্ব ভোলা যাবে না। অনেক কিছু দিয়েছে ও ইংল্যান্ডকে। সম্পূর্ণ নতুন ভাবে তুলে ধরেছে সাদা বলের ক্রিকেটকে।”

আরও পড়ুন:সচিনের শততম শতরান স্মরণীয় করে রাখলেন পাঠান ভাইয়েরা

Advt