দেশে করোনা নতুন করে ছড়িয়ে পড়ায় ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বুধবার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেলা ১২টা থেকে ওই বৈঠক শুরু হবে। বাড়তে থাকা করোনা সংক্রমণ ও টিকাকরণ নিয়ে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন তিনি।


পরিসংখ্যান বলছে, দেশে গত ছ’দিনে দৈনিক সংক্রমণ ২০ হাজারের উপরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-আক্রান্ত হয়েছেন ২৪,৪৯২ জন। তার মধ্যে ১৫ হাজারের বেশি মহারাষ্ট্রেই।মধ্যপ্রদেশের পরিস্থিতিও উদ্বেগজনক। সংক্রমণ বাড়ছে গুজরাটে। নতুন করে সংক্রমণ ছড়ানোর খবর এসেছে কেরল-তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্য থেকেও ।সব মিলিয়ে এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।





































































































































