স্মৃতি ইরানি এবং রবি কিষানের তিনটি জনসভা বাতিল , হতাশ বিজেপি কর্মীরা

0
1

আচমকা বঙ্গ সফর বাতিল হল কেন্দ্রীয় মন্ত্রী স্নৃতি ইরানির। বুধবার শালতোড়, পিংলা  এবং চণ্ডীপুরে তিনটি জনসভা ছিল স্মৃতি ইরানির। কিন্তু শেষ মুহূর্তে জঙ্গলমহলে কেন্দ্রীয় মন্ত্রীর সভা বাতিল হওয়ায় চূড়ান্ত হতাশ হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু কেন হঠাৎ বাতিল হল সভা?  বিজেপি সূত্রে জানানো, বুধবার লোকসভায় সব সাংসদকে হাজির থাকার নির্দেশ দিয়ে হুইপ জারি হয়েছে। তাই কেন্দ্রীয় মন্ত্রী আসতে পারবেন না। সেই কারণে স্মৃতি ইরানির নির্ধারিত জনসভাগুলি বাতিল করা হল। পাশাপাশি এদিন রবি কিষানেরও তিনটি জনসভা বাতিল হয়েছে। বিজেপির গোরক্ষপুরের সাংসদ রবি কিষানেরও বুধবার বাংলায় জনসভা ছিল। সেটিও শেষ মুহূর্তে বাতিল হয়েছে। স্বাভাবিকভাবেই এভাবে একের পর এক জনসভা বাতিল হতে থাকায় কর্মীদের মনোবল ভেঙে পড়ছে। যদিও বিজেপি এই দাবি মানতে নারাজ।

তবে বিরোধীরা কিন্তু এ নিয়ে কটাক্ষ করতে শুরু করে দিয়েছে। বিরোধীদের দাবি একটার পর একটা জনসভা ফ্লপ হচ্ছে। ফাঁকা মাঠে সভা করতে গিয়ে মুখ পুড়ছে দলের তথাকথিত হেভিওয়েট নেতা মন্ত্রীদের। তাই ভিড় হবে না বুঝতে পেরে আগে থেকেই অজুহাত দেখিয়ে সভা বাতিল করে দিচ্ছে বিজেপি।

Advt