কাঁথিতে মোদির সভায় থাকবেন শিশির অধিকারী, জানালেন শুভেন্দু

0
3

সব জল্পনার অবসান। ২৪ মার্চ কাঁথিতে নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় থাকবেন শিশির অধিকারী (Shishir Adhikari)। চণ্ডীপুরের সভা থেকে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনি বলেন, “শিশিরবাবু প্রধানমন্ত্রীর সভায় থাকবেন। শুধু মোদিজির সভাতে নয়, তার আগে ২১ মার্চ এগরাতে অমিত শাহের (Amit Shah) সভাতেও তাঁকে থাকতে বলব”।

শুভেন্দু অধিকারী দলবদলের পর মেদিনীপুরের অধিকারী পরিবারে পদ্মের পাপড়ি মেলার আভাস আগেই ছিল। বয়সের কারণে অশীতিপর শিশিরকে দলের একাধিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। এরপর নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে শুভেন্দুকে প্রার্থী করে বিজেপি। তারপরই আকারে-ইঙ্গিতে ছেলের হয়ে প্রচারের কথা জানিয়েছিলেন শিশির অধিকারী।

মোদির সভায় তিনি থাকবেন কি না, সে প্রশ্নের উত্তরে শিশির অধিকারী বলেন, তাঁর মেজছেলে চাইলে তিনি যাবেন। বুধবার, সভা থেকে শুভেন্দু জানিয়ে দেন, মোদির সভা তো বটেই, তার আগেই অমিত শাহের সভাতেই তাঁর বাবাকে যেতে বলবেন। রাজনৈতিক মহলের মতে, বর্ষীয়ান রাজনীতিবিদের পদ্ম পতাকা হাতে নেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:এখন থেকে ২৪ সপ্তাহেও গর্ভপাত সম্ভব, রাজ্যসভায় পাশ গর্ভাবস্থার সংশোধনী বিল

Advt