শূন‍্য রানের রেকর্ড গড়লেন রাহুল

0
4

এক অনন্য রেকর্ড গড়লেন কে এল রাহুল( K l rahul)। মঙ্গলবার তিনি যেই রেকর্ড গড়লেন, তা হয়তো তিনি কোনদিন গড়তে চাইবেন না। পরপর ম‍্যাচে শূন্য রান করে রেকর্ড গড়লেন রাহুল।

পঞ্চম ভারতীয় ( india) ব্যাটসম্যান হিসেবে রাহুল পরপর দুটি টি-২০ তে শূন্য করেছেন। তাঁর আগে অম্বতি রায়ডু, আশিস নেহরা এবং ইউসুফ পাঠান পরপর দুটি টি-২০( t-20) ম্যাচে শূন্য করেছেন। এক্ষেত্রে সবার উপরে রয়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনি টানা তিনটি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন।

উল্লেখ্য, এই নিয়ে চতুর্থ ইনিংসে তিন বার শূন্য রানে আউট হলেন রাহুল।

আরও পড়ুন:“যুজবেন্দ্র চ‍্যাহালকে মারা ছয়টাই আমাকে উদ্বুদ্ধ করেছে” বাটলার

Advt