জল নিয়ে জলঘোলা! খোদ মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে পানীয় জল খেয়ে মৃত্যু হওয়ার ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় শহরে। অভিযোগ, জলে বিষ থাকার ঘটনায় ৩ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবানীপুর এলাকার ৭৩ নম্বর ওয়ার্ডে।
আতঙ্ক কাটাতে ওই ওয়ার্ডে বাড়ি–বাড়ি পানীয় জল পৌঁছে দিচ্ছে পুর কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে সাফ জানালেন, জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্টে কোথাও জলে বিষ রয়েছে এমন কিছু তথ্য পাওয়া যায়নি। জলে কোনও দূষণের উল্লেখ পাওয়া যায়নি। সুতরাং জলপান করে কেউ মারা যায়নি। জলে বিষ থাকার যে অভিযোগ করা হচ্ছিল তা সর্বৈব মিথ্যে। তবে যে কোনও মানুষের মৃত্যুই দুর্ভাগ্যজনক। যাঁরা মারা গিয়েছেন তাঁদের মধ্যে একজন হৃদরোগে মারা যান। বাকিরাও অন্যান্য রোগেই মারা যান। তাঁদের ডেথ সার্টিফিকেটেও কোথাও জলে বিষ থাকার কারণে মারা গেছে তার উল্লেখ পাওয়া যায়নি। জলের নুমনা পরীক্ষা করে দেখা গেছে জলে কোনও বিষ নেই, জল ঠিক রয়েছে।
আরও পড়ুন- অনলাইনেই মিলবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি, ডিজিটাল উচ্চশিক্ষায় অনুমোদন ইউজিসির