বিজেপির প্রথম চারদফা প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে দিকে দিকে বিদ্রোহ দেখা দিয়েছে প্রার্থীদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ, অভিযোগ উগরে দিয়েছেন আদি বিজেপি (Bjp) নেতা-কর্মীরা। রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda)। এবার দিল্লিতে তিনি ডেকে পাঠালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha)। এই দেখে রাজনৈতিক মহলের মত। আদি বিজেপি নেতাকর্মীদের উপরেই এবার ভরসা করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন-ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ নয়, জানাচ্ছে নির্বাচন কমিশন
সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদি বিজেপি কর্মীরা। তাঁদের মতে, একসময় এঁদের ‘অত্যাচারের’ এলাকাছাড়া হতে হয়েছিল বিজেপি কর্মীদের। এখন তাঁদের সমর্থনে প্রচার করা সম্ভব নয়। কোথাও আবার দীর্ঘদিনের বিজেপি নেতাকে টিকিট না দিয়ে দেওয়া হয়েছে তৎকাল বিজেপি নেতাকে। সেখানেও ক্ষোভ দেখা দিয়েছে। এবং সেটা শুধু দলীয় কার্যালয়ের মধ্যেই নয় প্রকাশ্যে রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে দিলীপ এবং রাহুলকে নাড্ডা ডেকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর।
এদিকে এদিনই নাড্ডার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajiv Banerjee)। এবার তিনিও তার পুরনো এলাকা থেকেই বিজেপির টিকিট লড়বেন। তবে, বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে কিছু জানাতে চাননি রাজীব।